youtube

ইসলামিক দোয়া |ছোট দোয়া সমূহ |গুরুত্বপূর্ণ দোয়া | জরুরী দোয়া

আমাদের আজকের আর্টিকেলটি হচ্ছে ইসলামিক ছোট ছোট কয়েকটি দোয়া নিয়। যে দোয়াগুলো আপনার আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই এই দোয়াগুলো শিখে রাখুন আপনার প্রতিনিয়ত কাজে লাগবে।

এই ইসলামিক দোয়াগুলো হচ্ছে- কবরে মাটি দেওয়ার সময় দোয়া , টয়লেটে প্রবেশ করার দোয়া এবং বের হওয়ার দোয়া,আয়না দেখার দোয়া, গুনাহ মাফের দোয়া।

ছোট দোয়া সমূহ


মুমিনদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজই ইবাদত। আর প্রত্যেকটি কাজকে ইবাদতে পরিণত করতে আমাদের কিছু নিয়মকানুন শিখিয়ে গেছেন বিশ্বমানবতার কান্ডারী মুহাম্মদুর রাসুলুল্লাহ (সাঃ)।

আজকে আমরা হাজির হয়েছে দৈনন্দিন জীবনের কতিপয় মাসনুন দোয়া নিয়ে। যা আজ থেকে ১৪৫০ বছর আগে শিখিয়ে গেছেন মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আজকে আমরা শিখবো:
  • কবরে মাটি দেওয়ার দোয়া
  • টয়লেটে প্রবেশের দোয়া
  • টয়লেট থেকে বের হওয়ার দোয়া
  • আয়না দেখার দোয়া
  • গুনাহ মাফের দোয়া
মানুষ মরণশীল। জন্মিলে মরিতে হবে এটি চিরন্তন সত্য কথা। মানুষ যখন মরে যাই তখন তাকে কবর দেওয়ার সময় দোয়া পড়তে হয়। ইসলামের বিধানগুলো কতই না সুন্দর। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে তখনই নিজের 
দোয়া টি পড়বেন।

কবরে মাটি দেওয়ার দোয়া

মানুষ মরণশীল। জন্মিলে মরিতে হবে এটি চিরন্তন সত্য কথা। মানুষ যখন মরে যাই তখন তাকে কবর দেওয়ার সময় দোয়া পড়তে হয়। ইসলামের বিধানগুলো কতই না সুন্দর। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে তখনই নিজের দোয়া টি পড়বেন।

مِنهَا خَلَقنَاكُم وَفِيهَا نُعِيدُكُم وَمِنهَا نُخرِجُكم تَارِۃً أُخري_بِسمِ اللّٰهِ سَبِيلِ الِلّٰه وعَلي مِلَّۃِ رَسُولِ للّهِ

বাংলা উচ্চারণ : মিনহা খালাকনা-কুম ওফিহা নুয়িদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তা-রতান উখরা।

বিসমিল্লাহি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসুলিল্লাহ্।

টয়লেটে প্রবেশের দোয়া

মানুষ নানা রকমের খাবার খাই। সে খাবারগুলো আমাদের পেটে গিয়ে এক ধরনের তরল পদার্থ সৃষ্টি হয়। আর এই তরল পদার্থ গুলো আমাদের লজ্জাস্থান দিয়ে বের হয়ে যায়।আর এসব বের করতে হয় টয়লেটে গিয়ে। তাই টয়লেট গেলে একটা দোয়া পড়তে হবে আবার টয়লেট থেকে বের হলে আরেকটা দোয়া পড়তে হবে। নিচে দোয়াটি সুন্দর করে দেয়া হলো আপনারা পড়ে নিতে পারেন।

اَللَّهُمَّ اِنِّي اَعُوذُبِكَ مِنَ الخُبثِ وَالخَبَاۤٸِث

বাংলা উচ্চারণ : আল্লাহুমা ইন্নী আউজুবিকা মিনাল খুবছি ওয়াল খবাইছ।

অর্থ: আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি।হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার কাছে দুষ্টু পুরুষ ও নারী জ্বিন থেকে আশ্রয় প্রার্থনা করছি।

(বি:দ্র: টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করবেন।)

টয়লেট থেকে বের হওয়ার দোয়া

غُفرَانَكَ اَلحَمدُ لِلّٰه الَّذِي اَذهَب عَنِّي الاَذٰي وَعَافَنِي

বাংলা উচ্চারণ :গুপরা-নাকা আলহামদুলিল্লা-হিল্লাজি আজহাবা আন্নীল আজা ওয়া-ফানি।

অর্থ: আমি আপনার নিকট মাফ চাচ্ছি। সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি আমার থেকে নাপাকি দূর করেছেন ও আমাকে আরাম দিয়েছেন।

আয়না দেখার দোয়া

আমরা আমাদের মুখ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এটি দেখার জন্য আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার সামনে গিয়ে যখনই আমরা দাঁড়াই তখনই আমরা আমাদের মুখ দেখতে পাই।তখন আমরা জানতে পারি আমাদের মুখ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। এ আয়নার সামনে গেলে আমাদের একটা দোয়া পড়তে হবে। নিচে ছোট দোয়াটি সুন্দরভাবে দেওয়া হল

اللَّهُمَّ حَسَّنتَ خَلقِي فَاَحسِن خُلُقِي

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা হাস্সানতা খালকি ফাআহসিন খুলুকি...।

অর্থ: হে আল্লাহ আপনি আমার চেহারা সুন্দর করে সৃষ্টি করেছেন, আমার চরিত্রও এভাবে সুন্দর করে দিন।

গুনাহ মাফের দোয়া

মানুষ মাত্রই ভুল। আমরা প্রতিনিয়ত আমাদের সৃষ্টিকর্তার কাছে ভুল করে যাচ্ছি। আমরা তার হুকুম মানছি না। প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি। আমরা যখনই আমাদের ভুলগুলো বুঝতে পারি ঠিক তখনই আমরা সৃষ্টিকর্তার কাছে ক্ষমার প্রার্থনা চাই। আর এই ভুল বা গুনাহ মাফের জন্য আমরা আল্লাহর নিকট প্রার্থনা চাই। আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার জন্য ছোট একটি দোয়া নিচে দেওয়া হল।

গুনাহ মাফের অসংখ্য দোয়া কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে।যেমন-

رَبِّ إِنِّي ظَلَمتُ نَفسِي فَاغفِرلِي

বাংলা উচ্চারণ : রব্বী ইন্নী যলামতু নাফসী ফাগফিরলী।

অর্থ: হে আমার প্রভু,নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।(সূরা আল ক্বাসাস :১৬)


আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে প্রত্যেকটি কাজ ইসলাম মোতাবেক করার তাওফিক দান করুন।আমিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.